সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ এবং সঞ্চালনায় ছিলেন দলটির উপদেষ্টা মো. নিয়ামত আলী সাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন, “মির্জা মোরাদুজ্জামান ছিলেন একজন দূরদর্শী ও জনবান্ধব রাজনীতিক। তাঁর আত্মত্যাগ, সততা ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”
এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. হারুন অর রশিদ খান হাসান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, নির্বাহী সদস্য আক্কাস তালুকদারসহ জেলা ওলামা দলের সদস্য সচিব নুরনব্বী।
আলোচনাসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরনব্বী।
অনুষ্ঠানে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই/এ