আইন-বিচার

আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রায় ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়া জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানি শেষে মামলাটি রিমান্ডের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়। পরে অতিরিক্ত মহানগর হাকিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকাল ১০টা ৪০ মিনিটে আবুল বারকাতকে আদালতে হাজির করা হয়। তাকে হাজতখানায় রাখা হয় এবং বেলা ১১টা ৭ মিনিটে তোলা হয় আদালতের এজলাসে। কাঠগড়ায় বসে থাকা অবস্থায় তাকে বেশ উদ্বিগ্ন দেখা গেছে।

জামিন চেয়ে আদালতে আবুল বারকাতের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মো. শাহিনুর ইসলাম। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করেন।

এননটেক্স গ্রুপের নামে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে গেল ২০ ফেব্রুয়ারি দুদক একটি মামলা দায়ের করে। এতে আবুল বারকাতসহ মোট ২৩ জনকে আসামি করা হয়। গেল ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঋণ জালিয়াতি #মামলা #গ্রেপ্তার