জাতীয়

মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু মাহতাব রহমান ভূঁইয়া (১২) ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় ৩৩ জন মারা গেলেন।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে, শিশু মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিল মাহতাব

মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান দুর্ঘটনায় পাইলটসহ মৃতের সংখ্যা  ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন