আন্তর্জাতিক

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সময়সূচী অনুযায়ী, ১ আগস্টের পরিবর্তে আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো  

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।  

৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে, এমন পণ্য ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছলে,  সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

তবে কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। আর নতুন শুল্ক কার্যকরের ক্ষেত্রে মেক্সিকোকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে।

 

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শুল্ক #ট্রাম্প