আইন-বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রোববার

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামীকাল রোববার (০৩ আগস্ট)। প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব‍্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শনিবার (২ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারকাজের সূচনা বক্তব্য আদালতের অনুমতি নিয়ে সরাসরি সম্প্রচার করা হবে, এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও শুরু হবে ওই দিন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ হবে, যা সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও বর্তমানে মামুন রাজসাক্ষী হিসেবে বিবেচিত।

এর আগে গেল ১০ জুলাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিল। 

তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলন চলাকালে ১৪০০ ছাত্র ও সাধারণ মানুষের হত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই গণঅভ্যুত্থান #মানবতাবিরোধী অপরাধের #প্রধানমন্ত্রী #শেখ হাসিনা #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল