আগামীকাল রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এতে ওইসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য বিকল্প সড়ক ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে। এছাড়াও আগামীকাল ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, এনসিপির ‘জনসমাবেশ’ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ভিড় বাড়বে। ফলে এইসব এলাকাগুলোতে যানজট ও ধীরগতি তৈরি হতে পারে।
বিশেষ করে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড় ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ মিনার এলাকায় চলাচল সীমিত থাকবে। এ সময় হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী এবং বাংলামোটর রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।
এদিকে, একই দিন রাজধানীতে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষার্থীদের সময় হাতে রেখে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে।
বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা:
এদিকে, রোববার এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষাও রয়েছে। এসব কারণেই শহরের নির্দিষ্ট এলাকাগুলোতে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
যেসব সড়কে ডাইভারশন থাকবে:
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলাচলের পরামর্শ।
কাঁটাবন মোড়: নীলক্ষেত/পলাশী বা সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংকে চলাচল করুন।
মৎস্য ভবন মোড়: যানবাহনগুলোকে হেয়ার রোড বা মনসুর আলী সরণি হয়ে চলার নির্দেশনা।
টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর ও নীলক্ষেত হয়ে চলাচলের পরামর্শ।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা: এসব অঞ্চলে যাতায়াত এড়িয়ে চলার অনুরোধ।
ডিএমপি অনুরোধ জানিয়েছে, বিশেষ করে পরীক্ষার্থীরা যেন পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রের দিকে রওনা দেয়, যাতে কর্মসূচির কারণে কোনো ভোগান্তিতে না পড়তে হয়।
এমএ//