আইন-বিচার

হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বায়ান্ন প্রতিবেদন

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (০৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ সাক্ষ্যগ্রহণ করবেন।

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার অন্যতম আসামি এবং বর্তমানে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মামলার প্রথম দিনে রোববার (০৩ আহস্ট) সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। এরপর গুলিবিদ্ধ আহত প্রত্যক্ষদর্শী খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি শেখ হাসিনাকে জুলাই গণহত্যার মূল পরিকল্পনাকারী দাবি করে বিচারের দাবি জানান।

এর আগে গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়। মামলায় তাদের বিরুদ্ধে ১৪শ’র বেশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব হত্যাকাণ্ডে প্ররোচনা, উসকানি, নির্দেশ প্রদান, এবং তা প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—

১৪ জুলাই ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলে অবমাননাকর মন্তব্য,

হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ,

রংপুরে আবু সাঈদকে হত্যা,

চানখারপুলে আনাসসহ ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা,

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর অভিযোগ।

তদন্তে এসব ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। মামলার দুই প্রধান আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক।

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা