আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ হয়েছে। রোববার (০৩ আগস্ট) ইমরান খানের সমর্থকরা এই বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর পতাকা হাতে স্লোগান দেন। তারা বলেন, পাকিস্তানে গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। ইমরান খানকে রাজনৈতিক শিকার বানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৮০টির বেশি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করেন সমালোচকরা।

দুর্নীতির একটি মামলায় ২০২৪ সালে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #বিক্ষোভ