দেশজুড়ে

সাভারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে শিশু দগ্ধ

বায়ান্ন প্রতিবেদন

সাভারের ব্যাংকটাউন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এক শিশু গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। ভুক্তভোগীর নাম সুলতান মাহমুদ সরদার (৭)। বুধবার (০৬ জুলাই) সকালে ব্যাংকটাউন মহল্লার ১০নং সড়কের একটি ৬ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

শিশু মাহমুদ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। বিষয়টি শিশুটির বাবা মো. মহিউদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ছেলে সুলতান মাহমুদ সরদার ওই সময় বারান্দায় খেলছিল। হঠাৎ করে পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে শিশুটি দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাভার #শিশু দগ্ধ