শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা দেড়টার দিকে ‘আকাশ বিকাশ’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে একটি শিশু নিখোঁজসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিখোঁজ শিশুটির সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ওসি আল আমিন জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং নিখোঁজ শিশুটির সন্ধান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুকুর থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
এসকে//