বিনোদন

শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন দক্ষিণী সিনেমার ত্রাস আশীষ

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির এক সময়ের ত্রাস, আশীষ বিদ্যার্থী যিনি খলনায়ক হিসেবে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এখন দীর্ঘদিন পর্দা থেকে দূরে। তবে এই বিরতির পিছনে রয়েছে এক বিশেষ কারণ, যা সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন।

তিনি বলেছেন, যে কোনও সিনেমায় ফিরবেন না তিনি বরং, তার ফিরতে হলে তাকে এমন চরিত্রের প্রয়োজন, যা আগে কখনও তাকে দেয়া হয়নি। 

দক্ষিণী এবং বলিউড ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধা রেখে ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আশীষ বিদ্যার্থী ১১টি ভাষায় ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার চরিত্রগুলো সাধারণত শক্তিশালী, ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য। "দ্রোহকাল", "বাস্তব" এবং "হায়দার"-এর মতো সিনেমাগুলিতে তার নেগেটিভ চরিত্রই ছিল তার পরিচিতির মূল স্তম্ভ। তবে, সব সময় খলনায়ক হিসেবেই তিনি পরিচিত থাকলেও, কখনো মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। আর এটাই তার কাছে ছিল এক দুঃখের বিষয়।

সম্প্রতি আশীষ তার ইউটিউব চ্যানেলে এক ভিডিও আপলোড করে দীর্ঘ সময় অভিনয়ে না থাকার কারণ সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, “অনেকেই জানতে চেয়েছেন কেন আমি সিনেমায় এখন আর উপস্থিত নই। তবে, আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যা আগে কখনো পাইনি—মুখ্য চরিত্র।”

এছাড়া তিনি আরও বলেন, “এখনো আমি নির্মাতা, প্রযোজক এবং কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখি। এটি আমার বিশ্বাসেরই প্রতিফলন যে, সঠিক চরিত্র পেলে আমি ফিরে আসব। আমি হারিয়ে যাইনি, আমি শুধু এমন চরিত্রের অপেক্ষায় আছি, যা আমাকে পুরোপুরি ধারণ করবে।”

আশীষ বলেছেন, সিনেমা জগতে ফিরতে হলে তাকে এমন একটি চরিত্র দরকার, যা তাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দেবে। তিনি চান, তার অভিনয় দিয়ে সিনেমার গল্পকে সামনে নিয়ে আসা।

তিনি যা বলেন, তা থেকেই পরিষ্কার যে, অভিনয় থেকে দূরে থাকলেও তার এই শিল্পের প্রতি ভালোবাসা একটুও কমেনি। তিনি এই অভ্যাসের অংশ হিসেবে জানান, তিনি কখনোই সিনেমা ছাড়েননি, বরং একটু সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করছেন। “যে মুহূর্তে আমি সঠিক চরিত্র পাব, আমি আবার ফিরব,” আশীষের এই কথা তার প্রতি সিনেমাপ্রেমী দর্শকদের আশা দেয়।

সিনেমা জগতে তার ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ, তবে আশীষ কখনোই পুরোপুরি নেতৃত্বে আসেননি। তার ভাষায়, তিনি এখন অপেক্ষা করছেন এমন একটি চরিত্রের জন্য যা শুধুমাত্র তাকে নয়, পুরো গল্পটিকেই এগিয়ে নিয়ে যাবে। তাঁর মতে, তার অভিনয় "গল্পকে টানতে" সক্ষম হতে হবে, যেন দর্শকরা তার চরিত্রের প্রতি সমর্থন জানাতে বাধ্য হন।

ক্যারিয়ারে একসময় খলনায়ক হিসেবে দাপিয়ে বেড়ানো আশীষ বিদ্যার্থী আজও তার অভিনয় শক্তির প্রতি বিশ্বাসী। তবে তার শর্ত সাপেক্ষে ফিরতে হবে। এখন তিনি শুধু অপেক্ষা করছেন সেই সঠিক চরিত্রের জন্য, যা তাকে নতুন করে জীবন্ত করে তুলবে। তাই, তিনি যেমন বলেন, “আমি হারিয়ে যাইনি।” দর্শকরা তাকে নতুন চরিত্রে, নতুন চ্যালেঞ্জে দেখতে প্রস্তুত থাকুন, আর আশীষ বিদ্যার্থীও তার অভিনয়ের জাদু আবার একদিন ছড়াবেন, তবে নতুন শর্তে মুখ্য চরিত্রে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আশীষ বিদ্যার্থী #খলনায়ক