চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরে গুলশানে দলের বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি অস্বস্তিবোধ করেন। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
রাত ২টা ২০ মিনিটে অধ্যাপক জাহিদ হোসেন জানান, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
এর আগে গেলো ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল সস্ত্রীক থাইল্যান্ড যান এবং ছয়দিন পর দেশে ফেরেন।
এসকে//