ইসরাইলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন।
চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলা ইসরাইলি ও ইয়েমেনি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এর লক্ষ্য ছিল সানার একটি তেল প্ল্যান্ট ও বিদ্যুৎ কেন্দ্র যা হুতি বাহিনী ব্যবহৃত করে থাকে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা প্রেসিডেন্ট প্রাসাদ-কে লক্ষ্য করে আক্রমণ করেছে যা তাদের মতে একটি "সামরিক কমপ্লেক্সের অংশ"। হামলার পেছনে ইসরাইলি বাহিনীর যুক্তি ছিল এটি হুতি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়া যা সম্প্রতি ইসরাইলি ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে হুতি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি যুদ্ধবিমানগুলির অধিকাংশকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং কিছু বিমান পিছু হটতে বাধ্য হয়েছে।
আল জাজিরা-এর একটি ভিডিওতে সানার আকাশে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে, যা হামলার তীব্রতা ও ভয়াবহতা তুলে ধরেছে।
মোহাম্মদ আল-বুখাইতি হুতি বাহিনীর শীর্ষ নেতা বলেন, “ইসরাইলের এই আগ্রাসন আমাদের গাজার প্রতি সমর্থন থেকে এক চুলও পিছিয়ে রাখবে না। আমাদের জন্য বিষয়টি পরিষ্কার: জান্নাতে, কিংবা জাহান্নামে।”
আবদুল কাদির আল-মুরতাদা আরেক শীর্ষ হুতি নেতা গাজার প্রতি তাদের সমর্থন ঘোষণা করে বলেন, "আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব এবং গাজার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা প্রদান করব।"
সূত্র : আল জাজিরা
এসকে//