চলচ্চিত্রের পর্দায় বহু পরিচয়ে আলো ছড়ানো গুণী শিল্পী জাহানারা ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি সোমবার (বাংলাদেশ সময়) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শিল্পী জাহানারা ভূঁইয়ার মৃত্যুর খবর তার ভাতিজা সংগীতশিল্পী নিলয় আহমেদ নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, বেশ কিছু বছর ধরে জাহানারা ভূঁইয়া নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত জটিলতায় তার দুটি কিডনি অচল হয়ে পড়ে। প্রায় ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেননি।
চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়েছিল গীতিকার হিসেবে। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার পরিচালিত ‘নিমাই সন্ন্যাসী’ চলচ্চিত্রে তিনি প্রথম গান লেখেন। পরবর্তীতে অভিনয় ও পরিচালনাতেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করেন।
আশির দশকে 'সৎমা' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এরপর তিনি একে একে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় দক্ষতা তাকে দর্শকপ্রিয় করে তোলে পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি তাঁর সৃজনশীলতা প্রকাশ করেন।
জাহানারা ভূঁইয়া পরিচালনা করেছেন একাধিক চলচ্চিত্র। তার পরিচালিত ‘সিঁদুর নিও না মুছে’ একটি সাদাকালো চলচ্চিত্র যা সেন্সর ছাড়পত্র পেলেও এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এই চলচ্চিত্রটি তাঁর নির্মাতা জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে নারী চলচ্চিত্র নির্মাতাদের অগ্রগামীদের একজন। শুধু অভিনয় নয় গান লেখা, প্রযোজনা ও পরিচালনার মতো ক্ষেত্রেও তিনি ছিলেন সক্রিয় ও প্রতিভাবান।
এসকে//