ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোনকল ধরেননি।
জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমিইন জেইতুং জানিয়েছে, শুল্ক নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এটি মোদির ‘ব্যাপক ক্ষোভ এবং কূটনৈতিক সতর্কতার বহিঃপ্রকাশ’। জাপানি দৈনিক নিক্কেই এশিয়াও জানিয়েছে, মোদি ট্রাম্পের ফোন এড়িয়ে যাচ্ছেন। বুধবার এ তথ্য দিয়েছে ভারতীয় এনডিটিভি।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন। রাশিয়া থেকে তেল আমদানির কারনে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ভারত জানিয়েছে, তারা এই চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।