বিনোদন

‘বাবা ভুল করতেই পারেন, কিন্তু বাবা তো বাবা-ই থাকেন’

বিনোদন ডেস্ক

ছবি: আদনান সামি ও ছেলে আজান সামি

পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আযান সামি খান সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তার বাবা, গায়ক আদনান সামি’কে নিয়ে।

বাবার ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি দ্বিমত পোষণ করলেও, সন্তান হিসেবে সম্পর্ক অস্বীকার করেননি আযান।

তিনি বলেন, ‘আমি তার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। কিন্তু আমি তার ছেলে, এবং সেটাই থাকব।’

আযান জানান, সামাজিক ও ব্যক্তিগতভাবে তাকে বহুবার পরামর্শ দেয়া হয়েছে- বাবার সিদ্ধান্তের বিরোধিতা করতে, এমনকি তাকে অস্বীকার করতেও। তবে আযান সেই চাপে সাড়া দেননি।

তিনি বলেন, ‘মানুষ ভাবে, আমি কেন বাবার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলি না। কিন্তু আমি বিশ্বাস করি, দ্বিমত থাকা আর সম্পর্ক ছিন্ন করা এক জিনিস নয়।’

আযান জানান, তার দাদা-নানারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নিজেও এখানে বড় হয়েছেন, কাজ করছেন। তবুও বাবার সিদ্ধান্তের কারণে তাকে অনেক সময় সন্দেহের চোখে দেখা হয়।

এ বিষয়ে তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত আমার ছিল না, সেই দায় আমাকে নিতে হচ্ছে। এটা কষ্টদায়ক।’

আযান বলেন, ‘ইসলাম শিক্ষা দেয়, বাবা-মাকে সম্মান করতে হবে। আমাদের সমাজেও পরিবারের গুরুত্ব নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেটা সবাই মানে না।’

তিসি স্পষ্ট করে জানিয়েছেন- বাবার রাজনৈতিক বা ব্যক্তিগত সিদ্ধান্তকে সমর্থন করেন না, কিন্তু একজন সন্তানের দায়িত্ব এড়িয়ে যেতে চান না।

আজকের সময়টায় যখন কাউকে ‘ভালো প্রমাণ’ করতে গেলে নিজের পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়ার চাপ থাকে, তখন আযান সামি খান তার অবস্থান স্পষ্ট করেন অন্যভাবে।

তিনি বলেন, “আপনি কারো সিদ্ধান্ত অপছন্দ করতে পারেন, কিন্তু মানুষটাকে পুরোপুরি ঘৃণা করতে হবে এমন তো নয়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপমান ও বিদ্রূপের শিকার হন আযান সামি, যেগুলো তিনি ‘ভণ্ডামিপূর্ণ’ বলে আখ্যা দেন।

সূত্র: বোল নিউজ

 

এসি//