প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যা যা করার দরকার সরকার তার সব পদক্ষেপ নিচ্ছে। আগামী নির্বাচন একটি অনন্য নির্বাচন হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের পর তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। যারা সরকারকে নির্বাচন করতে দিতে চায় না, তারা ষড়যন্ত্র করবে। তার কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও দেখা যাবে। আমাদের সতর্ক থাকতে হবে’।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, বৈঠকে উপস্থিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন নুরের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
আই/এ