আন্তর্জাতিক

হাতকড়া-শিকলে বেঁধে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে নারীসহ ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা যাত্রীদের মধ্যে একজন নারীও ছিলেন। 

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, যাত্রাপথে সবাইকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়। ঢাকায় অবতরণের পর প্রায় তিন ঘণ্টা ধরে তারা বিমানের ভেতর বসে ছিলেন। পরে ধাপে ধাপে শিকল খোলা হয় এবং রাত ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরের ভিতরে আনা হয়। পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টিম, গোয়েন্দা সংস্থা এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন  

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ভ্রমণ ও শিকল বাঁধা অবস্থায় থাকার কারণে বেশিরভাগ যাত্রী ক্লান্ত ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নোয়াখালীর যুবক আব্দুল্লাহ বলেন, “অপরাধীর মতো শিকল পরে দেশে ফিরতে হয়েছে। এমন অভিজ্ঞতা যেন আর কাউকে সহ্য করতে না হয়।”

ফেরত আসাদের অভিযোগ, ৬০ ঘণ্টার বেশি সময় ধরে তারা শুধু রুটি আর পানি খেয়েছেন। টয়লেটে যাওয়ার সময়ও পাহারায় থাকা কর্মকর্তা তাদের শিকল খুলে আবার বেঁধে দিয়েছেন। অনেকে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে গিয়ে মানবপাচারকারী চক্রের কাছে জিম্মি হয়ে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা দিতে হয়েছে। 

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৮০ বাংলাদেশিকে একইভাবে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কয়েকটি দফায় সামরিক পরিবহন বিমান ব্যবহার করা হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো বৈধ হলেও তাদেরকে শিকল পরিয়ে আনা অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী

ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “মানুষ উন্নত জীবনের খোঁজে বিদেশে যায়। কিন্তু পাচারকারীদের হাতে পড়ে তাদের জীবনে দুঃস্বপ্ন নেমে আসে। আমরা চাই, প্রত্যাবাসন প্রক্রিয়া যেন আরও মানবিক হয়।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #অবৈধ অভিবাসন #৩০ বাংলাদেশি