আবারও আলোচনায় জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরের ব্যক্তিজীবন। সুইস ব্যবসায়ী মাইক রিচটারের সঙ্গে তার সম্পর্ক ভাঙনের পথে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

২০১৭ সালে দু’জনের গোপন বিয়ে হয়, যা প্রকাশ্যে আসে তিন বছর পর। এক ভ্রমণ থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প, যা একসময় গড়ায় বিয়েতে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক আর আগের মতো নেই।

ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করা, একসঙ্গে থাকা ছবি মুছে ফেলা—সবকিছুই ইঙ্গিত দিচ্ছে সম্পর্কে ফাটলের। মাইকও নিজের প্রোফাইল প্রাইভেট করে নিয়েছেন।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, দূরত্বের কারণেই তাদের সম্পর্ক বিচ্ছেদের পথে। গেল কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তার। তাই তাদের আলাদা হওয়ার সম্ভাবনাই প্রবল।
এমএ//