স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩২ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন।  

শনিবার (০৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি ৩৬৪ জনের মধ্যে বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, ঢাকা বিভাগে ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে ২০ জন এবং  ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ৬৭ মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গুতে #আরও #২ #জনের #মৃত্যু #হাসপাতালে #৩৬৪