বিএনপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের বহু আগেই তারেক রহমান দেশে আসবেন, দলকে নেতৃত্ব দেবেন।
এসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।
পিআর পদ্ধতি বেআইনি আবদার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগি না হয়ে জনআকাঙ্খা বুঝতে হবে।
এমএ//