আন্তর্জাতিক

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একটি ঐতিহাসিক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, বিরোধিতা করেছে মাত্র ১০টি দেশ। যার মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে। নিউইয়র্ক ঘোষণা নামে পরিচিত এ প্রস্তাবে বলা হয়েছে২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা নিন্দনীয়তবে গাজায় ইসরাইলের নির্বিচার হামলা, অবরোধ ও কৃত্রিম দুর্ভিক্ষ সৃস্টিও অমানবিক। প্রস্তাবে চলমান মানবিক বিপর্যয়ের অবসান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সময়সীমা নির্ধারণের আহ্বান জানানো হয়।

ভোটের আগের দিন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পরও তেল আবিব জাতিসংঘের এ সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেছেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করা প্রমাণ করে, সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তবে জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে, ইসরাইলের প্রত্যাখ্যান সত্ত্বেও এই ঘোষণা কার্যকর থাকবে। অন্যদিকে, হামাস প্রস্তাবের অনুমোদনে সন্তোষ জানিয়েছে, বলেছে, এটি দ্বি-রাষ্ট্র সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভোটের ফলাফলের প্রেক্ষিতে আগামী ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ পরিষদের বৈঠকে বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।  বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে ঐতিহাসিক এ ভোট দেখিয়েছে ফিলিস্তিন প্রশ্নে বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু কার্যকর প্রভাব নিয়ে শঙ্কা আছে।

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #জাতিসংঘ