আজ থেকে ভেনেজুয়েলায় ৩১২টি ব্যারাক ও মিলিটারি ইউনিটে সামরিক প্রশিক্ষণ হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, দেশের সব নাগরিক, রিজার্ভ সদস্য এবং বলিভারিয়ান ন্যাশনাল মিলিশিয়ার সদস্যরা এই প্রশিক্ষণ নিবেন। আমেরিকার সঙ্গে বিরোধ চলছে রাশিয়াপন্থী ভেনেজুয়েলা সরকারের। এ কারণে ক্যারিবিয়ান সাগরে ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং ১০টি এফ থার্টি ফাইভ ফাইটার জেট মোতায়েন করেছে আমেরিকা।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।