প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য জন্ম নিয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়া। আজকের দিনে অনেকেই বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে, এবং প্রযুক্তির উন্নতি সেই সুযোগ আরও বিস্তৃত করেছে। তিনি বলেন, প্রযুক্তি আমাদেরকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে এবং এখন সময় এসেছে সঠিকভাবে তা ব্যবহার করার।
প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, প্রত্যেককে তার নিজস্ব দক্ষতা অনুযায়ী সাফল্যের পথে এগোতে সহায়তা করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, পিকেএসএফ নতুন ভবনে আসার মাধ্যমে এই কাজকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন অধ্যায়ের যাত্রা শুরু করবে।