বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচন ব্যবস্থা কবর দিয়েছিলেন শেখ হাসিনা। তার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেয়ার নীলনকশা থাকলে জাতি তা মেনে নেবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ঢাবির ভিসিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে—এটা চাপা দেবেন কীভাবে? ডাকসু নির্বাচন নিয়ে বিরোধ নেই। তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন। কারও উদ্দেশ্য সাধনে একগুঁয়েভাবে নির্বাচন দেয়া হয়েছে?
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন হওয়া নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে তা নিয়ে আমাদের গুরুতর আপত্তি আছে।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এই গুরুতর বিষয়গুলো খতিয়ে দেখা। এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও ‘উদ্দেশ্যমূলক ফলাফল’ হবে কি না, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সবার আশা, এই সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। তবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে একটি শ্রেণি অসৎ কাজ করে যাচ্ছে। তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের নজর রাখা উচিত ছিল। এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে
আই/এ