আন্তর্জাতিক

ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে ফ্লোটিলার ২ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

গাজার উদ্দেশে ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি জাহাজ এখনো গাজার দিকে ছুটে চলেছে ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনের জলসীমার দিকে এগিয়ে চলা এ চারটি জাহাজের মধ্যে রয়েছে ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’, যেখানে আন্তর্জাতিক আইনজীবীদের একটি দল যাত্রা করছে আইনি সহায়তার জন্য।

এছাড়া ফ্লোটিলার প্রথমে ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করা জাহাজ ‘মিকেনো’ এবং ‘মেরিনেট’ এখনও যাত্রা অব্যাহত রেখেছে।

যদিও ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে বহরের বেশিরভাগ জাহাজ থমকে গেছে, তবুও কয়েকটি জাহাজ শেষ পর্যন্ত গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্লোবাল সুমুদ ফ্লোটিলা #গাজা