আন্তর্জাতিক

‘দায়িত্বজ্ঞানহীন' গাজা নৌবহর ইতালির জন্য অসুবিধা: জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজাগামী মানবিক ত্রাণ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক ২২ জন ইতালীয় নাগরিক আটক হওয়ার পর তিনি বলেন, অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর এ ধরনের প্রচেষ্টা “ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না।”

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি জানান, সরকার আটক নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে তার মতে, ফ্লোটিলার এই উদ্যোগ ফিলিস্তিনিদের জন্য কার্যকর সমাধান নয়।

অন্যদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সংসদে জানান, আটককৃতরা সুস্থ আছেন এবং ইসরায়েলি বাহিনী অভিযান পরিচালনায় নিয়মনীতি অনুসরণ করেছে। এখন পর্যন্ত কোনো সহিংসতা বা জটিলতার খবর পাওয়া যায়নি।

মেলোনি এর আগে এই মিশনকে "অযৌক্তিক, বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন" বলে নিন্দা জানিয়েছিলেন। এবং পরামর্শ দিয়েছিলেন যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইতালির কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার জন্য সাইপ্রাসে সাহায্য পাঠানো উচিত।

এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় ইতালিজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো এ ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার (০৩ অক্টোবর) সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইতালি #জর্জিয়া মেলোনি #গ্লোবাল সুমুদ ফ্লোটিলা