জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস গাজার জন্য ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রশংসা করে বলেছেন, 'শান্তিই সর্বোত্তম ঔষধ'।
ট্রাম্পের এই পরিকল্পনা এবং এতে হামাসের প্রতিক্রিয়ার পর বিশ্বজুড়ে আশার সঞ্চার হয়েছে, যা দুই বছর ধরে চলা ইসরায়েল-গাজা যুদ্ধের অবসানে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
এক বিবৃতিতে গেব্রিয়েসাস বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার শান্তি পরিকল্পনাকে স্বাগত জানায়। যা অবিলম্বে যুদ্ধের অবসান, সকল জিম্মির মুক্তি, মানবিক সহায়তা পুনরায় শুরু করা, হাসপাতালসহ পুনর্গঠন এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের আহ্বান জানায়।"
সূত্র: আল জাজিরা