বিএনপি

ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : তারেক রহমান

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত ও জাতীয়করণের লক্ষ্যে উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন,  দেশকে গড়ে তুলতে হলে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, এ ক্ষেত্রে শিক্ষকরাই প্রধান হাতিয়ার। শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।  শিক্ষকদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক সম্মান নিশ্চিত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতি বিরোধী বিপ্লব শুরু করা যায়।

এসময় জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে  শিক্ষকদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

শিক্ষকদের দাবি-দওয়ার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে, সে দাবিটা হচ্ছে যে আপনারা শিক্ষার্থীদেরকে এমন করে মানুষ করে গড়ে তুলবেন তারা সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান