রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার রায়ের বাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রাসেল মিয়া (৩১) নামে সিআইডির এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত রাসেল মিয়া জানান, তার বাসা কদমতলীর রইসনগর এলাকায়। সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে অংশ নিতে মোটরসাইকেলে করে মালিবাগের সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন। পথে রায়েরবাগ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘সকালে সিআইডির এক সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’
আই/এ