বিভিন্ন রাজনৈতিক দল যখন জুলাই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন করেছে। তবে এখনও সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদটির বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কারভাবে জানা না গেলে তারা এতে স্বাক্ষর করবে না।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, “আমরা জুলাই সনদকে সমর্থন করি, তবে আগে জানতে চাই—এটি বাস্তবায়িত হবে কীভাবে, কোন প্রক্রিয়ায়। নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব।”
এর আগে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে নাহিদের সঙ্গে ছিলেন সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে নাহিদ বলেন, তারা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের একটি স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন। মামলাগুলোর বর্তমান অবস্থা এবং সমাপ্তির সম্ভাব্য সময়সূচি সম্পর্কেও জানতে চান তারা।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটা প্রধান উপদেষ্টাকে করতে হবে। কোনোভাবেই প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে হবে না।
নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “ইসি গঠন প্রক্রিয়া ও তাদের বর্তমান আচরণ নিরপেক্ষ হচ্ছে না, স্বচ্ছ হচ্ছে না। সাংবিধানিকভাবে যেভাবে কাজ করার ছিল তা করছে না। কারো প্রতি পক্ষপাত এবং কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এজন্য ইসি পুনর্গঠন হওয়া প্রয়োজন।
নাহিদ বলেন, আমরা জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি। আমরা জানতে চেয়েছি—প্রশাসনে বদলিগুলো কোন মানদণ্ডে হচ্ছে।”
এমএ//