বাংলাদেশের রক সংগীতের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস বাবা হয়েছেন। চলতি বছরের জুনে তার স্ত্রী নামিয়া আমিনের কোলজুড়ে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস নিজেই এই সুখবরটি জানিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দেশের একটি সংবাদমাধ্যমে জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, তিনি আমাকে সুস্থ একটি সন্তান দান করেছেন।”
গেল বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেমস। নামিয়া যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
জানা যায়, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকেই জন্ম নেয় ভালোবাসা, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। এর এক বছর পর, চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে রাত সাড়ে তিনটার দিকে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। সন্তান জন্মের পর কিছুদিন যুক্তরাষ্ট্রে থেকে জেমস-নামিয়া দম্পতি দেশে ফিরে আসেন।
এর আগে জেমস আরও দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ে করে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ে হয় বেনজীর সাজ্জাদের সঙ্গে, যা ২০১৪ সালে ভেঙে যায়। প্রথম সংসারে একটি ছেলে ও মেয়ে এবং দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে জেমসের।
এমএ//