পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি বোমা বিস্ফোরণের ঘটন ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে বিস্ফোরণ দুটি ঘটানো হয়।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের খবরে জানা গেছে, একই সময় সংঘটিত এই হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃতি জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্র: মেহের নিউজ
এমএ//