রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পেয়েছে হাঙ্গেরি। যার ফলে দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে।
শুক্রবার (০৭ নভেম্বর) ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি।
ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেন।
হোয়াইট হাউসে বৈঠক শেষ আরবান বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘এক বছরের জন্য হাঙ্গেরিকে রাশিয়ার জ্বালানি সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এসএইচ//