জাতীয়

চট্রগ্রাম বন্দর আধুনিকায়ন করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন : নৌ উপদেষ্টা

পাবনা প্রতিনিধি

নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের চট্টগ্রাম বন্দরটি এখনো ওরকম আধুনিক নয়। আধুনিকায়ন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন। তাছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না।

শনিবার (৮ নভেম্বর) সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে  এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন,  যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন আমরা বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি। কিভাবে দিয়ে দিচ্ছি? গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নাই? বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন

এম সাখাওয়াত হোসেন বলেন,   নগরবাড়ি আধুনিক নদী বন্দরের সুফল ইতোমধ্যে এখানকার ব্যবসায়ীরা পেতে শুরু করেছে। ভবিষ্যতে আরও সুযোগ হলে এখানে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা করা হবে। সেটিও সরকার পরিকল্পনায় রেখেছে। এছাড়া  চারটা ড্রেজার মেশিন নাব্যতা সংকট নিরসনের জন্য একটি এখানে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে মাঝারি আধুনিক একটি পোর্ট হিসেবে এটিকে গড়ার চিন্তাভাবনা রয়েছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, চিন্তা ভাবনা করে আপনারা ভোট দেবেন। সতের বছরে অনেকেই ভোট দিতে পারেননি, অনেক বাক্স দেখেননি। সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। ভোটকেন্দ্রে যেতে হবে। যাতে বিশৃঙ্খলা না হয় সেই বিষয় সরকার নিশ্চিত করবে।

 

প্রসঙ্গত, ৫৫৭ কোটি টাকা ব্যয়ে ৩৬ একর জায়গায় নির্মিত নগরবাড়ী নৌ বন্দরের আধুনিক টার্মিনাল ব্যবহারের মাধ্যমে বছরে ২০ হাজার মালামাল আনা নেয়া করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নৌ উপদেষ্টা