দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না প্রাথমিক শিক্ষকরা। রোববার (০৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে।
শনিবার বিকেলে শাহবাগে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের ঘটনার পর সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শিক্ষকদের তিন দফা দাবি—
সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা,
উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান, এবং
শতভাগ সহকারী শিক্ষকের বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, “এটা কেবল টাকার লড়াই নয়। প্রাথমিক শিক্ষার মান রক্ষা করতে শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত করা জরুরি।”
এমএ//