দেশজুড়ে

গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকে আগুন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

এবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আসবাবসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #গ্রামীণ ব্যাংক #আগুন