কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদীয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদীয়া খালের পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি সাব্বির রহমান জানান, ‘মরদেহটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।‘
এমএ//