সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় ঢাকাগামী জেনিন পরিবহন নামের একটি বাসের চাপায় রাজু মণ্ডল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ–কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সোহাগ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে রাজু মণ্ডল স্থানীয় একটি তাঁতকাটা মিলের কর্মচারী ছিলেন। দুপুরে মিলের সামনে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই দ্রুতগতির জেনিন পরিবহন বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
সদর থানার এসআই সোহাগ হোসাইন বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
আই/এ