আন্তর্জাতিক

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় মার্কিন বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় চালানো হামলায় চারজন নিহত হয়েছে। যা ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে চালানো ২০তম হামলা। 

এই ধারাবাহিক অভিযানে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৮০ জন নিহত হয়েছে। তবে নৌকাটি মাদক পাচারে আদৌ জড়িত ছিল কিনা এ দাবি সমর্থনে যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

অপরদিকে, জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্যারিবীয় সাগরে #মার্কিন বাহিনী #মাদকবাহী