আন্তর্জাতিক

হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

হংকংয়ের তাই পো জেলার একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত ভবনের ভেতরে আরও কয়েকজন আটকে থাকার খবর মিলেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামোতে আগুন লাগার পর তা দ্রুত ওয়াং ফুক কোর্টের তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের সতর্ক করে দরজা-জানালা বন্ধ রাখতে অনুরোধ জানায়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনের ভেতরে অন্তত ১৩ জন আটকা আছেন। এদের মধ্যে প্রবীণ ও শিশু রয়েছে।

৮৩ বছর বয়সী এক বাসিন্দা চ্যান কুয়ং জানান, ভবনে অগ্নিসংকেত ব্যবস্থা থাকলেও কোনো সতর্কবার্তা শোনা যায়নি। আগুনের গন্ধ বুঝে বাসিন্দারা ছুটে বাইরে বের হন।

তাই পো জেলার সাবেক কাউন্সিলর হারম্যান ইউ কুয়ানও বলেন, আগুন লাগার বিষয়টি একজন নিরাপত্তাকর্মী জানানো না পর্যন্ত বাসিন্দারা পরিস্থিতি বুঝতে পারেননি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হংকং #আগুন #আবাসিক ভবনে আগুন