দেশজুড়ে

মাদ্রাসার বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্ব, ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একই প্রতিষ্ঠানের আর এক শিক্ষার্থীএ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,  মাদ্রাসায় চূড়ান্ত পরীক্ষা চলাকালে গতকাল পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও দশম শ্রেণির এক শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। শিক্ষকেরা তখন বিষয়টি মীমাংসা করে দেন।

আজ পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় ওই অভিযুক্ত শিক্ষার্থী হঠাৎ ধারালো ছুরি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতরা হলেন, অষ্টম শ্রেণির রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দিন (১৪), নিলয় (১৫) এবং রিফাত (১৫) তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এটি আমলযোগ্য অপরাধ হওয়ায় অভিযোগ না পেলেও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর