বিএনপি

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাঁর বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান

রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্য তাদের মশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদ্‌যাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার কোনো আপডেট দলের কাছে নেই। যথাসময়ে, মানে উপযুক্ত মনে হলে উনি আসবেন। তারেক রহমান তাঁর মায়ের জন্য,দলের চেয়ারপারসনের জন্য উদ্বেগ, উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। প্রতিমুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তারেক রহমান সব সময় কথা বলছেন।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে রোড শো শেষ হওয়ার কথা ছিল।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী