ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগন জানিয়েছে, এ ঘটনায় নৌকায় থাকা চারজন নিহত হয়েছে।
বৃহস্পতিবারের (৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএস সাউদার্ন কমান্ড আন্তর্জাতিক জলসীমায় একটি ‘সন্ত্রাসী সংগঠনের’ পরিচালিত নৌযানে এই হামলা চালানো হয়। নৌযানটি মাদকচোরাচালানের পরিচিত রুটে চলছিল বলেও দাবি তাদের।
এই হামলাকে ঘিরে ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন নতুন করে সমালোচনায় পড়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে একই এলাকায় দুটি নৌকায় হামলার পর যুক্তরাষ্ট্রের অভিযানকে যুদ্ধাপরাধের সম্ভাব্য উদাহরণ হিসেবে তদন্ত শুরু করেছে কংগ্রেসের বিভিন্ন কমিটি।
জাতিসংঘ এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে অবিলম্বে বন্ধের আহ্বান জানালেও হোয়াইট হাউস বলছে, সব অভিযানই আন্তর্জাতিক আইন মেনে করা হয়েছে।
এসএইচ//