আন্তর্জাতিক

সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা

সংগৃহীত

ছবি: আন্তর্জাতিক ডেস্ক

কানাডা সিরিয়ার প্রতি তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। সাম্প্রতিক এক ঘোষণায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে। একই সঙ্গে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ভবিষ্যৎ গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদার করেছে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আলোকে সিরিয়ার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এটি সিরিয়ার দীর্ঘস্থায়ী সংঘাতে একটি কূটনৈতিক মোড়, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সন্ত্রাসবাদী দেশের তালিকা #বাশার আল-আসাদ #সিরিয়া #কানাডা