দেশজুড়ে

জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলা, আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে একটি ইসলামী জালসায় শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে জামায়াত মনোনীত প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি কওমী মাদ্রাসায় আয়োজিত ইসলামী মাহফিলে এ ঘটনা ঘটে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। প্রধান মেহমান ছিলেন জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা আমীর মওলানা শাহীনুর আলমসেলিম রেজা বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়ার সময় মাওলানা শাহীনুর আলম সমর্থকদের নিয়ে শ্লোগান দিতে দিতে মঞ্চে উঠলে হট্টগোলের সূত্রপাত হয়। এক পর্যায়ে ব্যানার ছেঁড়া ও মাইক খুলে নেওয়ার ঘটনাও ঘটে। পরে উভয় প্রার্থী মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করেন।

জামায়াত প্রার্থী মাওলানা শাহীনুর আলম অভিযোগ করে বলেন, আমি মঞ্চে উঠতেই মাদ্রাসা কর্তৃপক্ষ শুভেচ্ছা জানিয়েছিল। এই দৃশ্য কিছু বিএনপি নেতাকর্মী মেনে নিতে পারেনি। তারা মঞ্চে উঠে আমাদের উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন ও ইউনিয়ন জামায়াত নেতা নজরুল ইসলামকে মারধর করে নিচে ফেলে দেয়

তিনি আরও জানান, মাহফিল থেকে বের হওয়ার আধ কিলোমিটার দূরেই একটি ব্রিজের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে আরেকদফা হামলা হয়। মোটরসাইকেল ভাঙচুরসহ সঙ্গী নেতাকর্মীদের মারধর করা হয়। এরপর মহিষামুড়া রোডে ঢোকার সময় অস্ত্রসস্ত্র নিয়ে আবারও হামলা চালানো হয় ।

আহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ৩ জন এবং বগুড়ার ধুনটে ভর্তি ১ জন রয়েছেন। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে বিএনপি প্রার্থী সেলিম রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মঞ্চ থেকে নামার সময় দেখলাম, শাহীন সাহেব শ্লোগান দিতে দিতে মিছিলসহ আসছেন। ইসলামী মাহফিলে এই আচরণে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়েই হট্টগোল করেছে। আমাদের দলীয় কেউ হামলা করেনি

তিনি দাবি করেন, শাহীনুর আলমের সঙ্গে কাজিপুরের বাইরের কিছু আওয়ামী লীগ ও জামায়াত নেতাকর্মী ছিল।

ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে রাস্তার ওপর আরেক দফার ঘটনাও ঘটে, যেখানে কিছু লোকজন আহত হয়েছে বলে তারা জানিয়েছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ