আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয় সেনা ও তিন পুলিশ নিহত হয়েছে। সোমবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি নিরাপত্তা সূত্রে জানা গেছে, এই হামলা সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের মধ্যে ঘটেছে। এখনো কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানে সহিংসতা বৃদ্ধির পেছনে আফগানিস্তানে অবস্থানরত জঙ্গি গোষ্ঠীগুলো দায়ী।

তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা সমস্যাটি একান্তই তাদের দেশীয় এবং অভ্যন্তরীণ।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #আফগানিস্তান #জঙ্গি হামলা #ছয় সেনা ও তিন পুলিশ নিহত