ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনের সড়কে এবং ঢামেক এলাকায় তারা বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের দাবি , ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
এই হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন তারা। প্রকাশ্য দিবালোকে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে হাদিকে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢামেক হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢামেকে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা হাদির ওপর হামলাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সেক্রেটারি নাছির উদ্দীন নাছিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা ‘হাদিকে গুলি কেন, ইন্টেরিম জবাব দে’, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ছাত্রদলরে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাকায় হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা, এনসিপি এবং গণ অধিকার পরিষদ।
শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন।
আই/এ