বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস থেকে দেয়া প্রায় আধা ঘণ্টার ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সাফল্যের বড় অংশ এসেছে তাঁর প্রিয় শব্দ শুল্ক থেকে।
তিনি দাবি করেন, বহু দশক ধরে অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করলেও এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
ট্রাম্প আরও বলেন, যারা আমেরিকায় কারখানা স্থাপন করবে, তাদের শুল্ক দিতে হবে না। এ কারণেই কোম্পানিগুলো রেকর্ড সংখ্যায় যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। এআই ও অটোমোবাইল খাতে নজিরবিহীন বিনিয়োগের কথাও উল্লেখ করেন তিনি।
এসএইচ//