ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেখা গেছে।
এ পরিস্থিতিতে ভারতের কংগ্রেস এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর বলেছেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবেন।
তিনি জানান, সংঘর্ষের কারণে দুটি ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকায় বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে।
সেইসাথে থারুর আশা প্রকাশ করেন, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে উভয় পক্ষকে সংযম ও সহযোগিতার আহ্বান জানান।
এসএইচ//